এ উপমহাদেশে কওমী মাদরাসা প্রতিষ্ঠার ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় ১৯০৬ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত অবিভক্ত ভারতে আহলে হাদীসদের অধীনে ১২৩ টি কওমী মাদরাসা পরিচালিত হতো । ভারত বিভক্তির পরও অল-ইন্ডিয়া জমঈয়তে আহলে হাদীসের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রচেষ্ঠায় কওমী মাদরসা প্রতিষ্ঠা ও পরিচালনার কাজ চলতে থাকে। এভাবে কাল বিভাজনে ১৯৫৯ সালে পূর্ব-পাক জমঈয়তে আহলে হাদীস কর্তৃক পুরাতন ঢাকার নাজির বাজারে আল্লামা মুহাম্মাদ আব্দুল্লাহেল কাফী আল কুরায়শী (রহ) মাদরাসাতুল হাদীস প্রতিষ্ঠা করেন। তারই ধারাবাহিকতায় ১৯৭৫ সালে ঢাকার যাত্রাবাড়িতে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর প্রাক্তন সহ-সভাপতিদ্বয় আলহাজ্জ আব্দুল ওয়াহহাব (রহ) ও আলহাজ্জ মুহাম্মদ হোসেন (রহ) সহ কতিপয় মহৎপ্রাণ ব্যক্তির প্রচেষ্টায় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস মাদরাসা মুহাম্মদীয়া আরাবীয়া প্রতিষ্ঠা করেন ।