start
top

বিভাগীয় শিক্ষক প্রশিক্ষণ-২০২৩ (চট্টগ্রাম)

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস কর্তৃক পরিচালিত বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ডের আয়োজনে গত ১০—১১ জুন ২০২৩ শনি এবং রবিবার সফলভাবে অনুষ্ঠিত হলো বিভাগীয় শিক্ষক প্রশিক্ষণ.! চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় অবস্থিত দারুস সালাম সালাফিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও চেয়রম্যান জনাব আলহাজ আবুল হাশেম এর সার্বিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। ত্রিশোর্ধ্ব প্রতিষ্ঠান থেকে সত্তরের অধিক প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে জাতীয় প্রশিক্ষকবৃন্দসহ আরো খ্যাতনামা উলামাগণ বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন। বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড.আব্দুল্লাহ ফারুক আধুনিক আরবী ভাষার উপরে অতুলনীয় আলোচনা করেন যা প্রশিক্ষণার্থীদের আরবী পত্রিকা ও অন্যান্য আধুনিক ভাষা সমৃদ্ধ বই—পুস্তক বুঝতে, পড়তে ও পড়াতে সহযোগীতা করবে। বোর্ডের রেজিস্ট্রার শাইখ ড. মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী আকীদা ও আদব পাঠদান পদ্ধতি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। যার মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ শিক্ষার্থীদের আকীদা পাঠদানের কৌশল আয়ত্ব করেন। পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আহমাদুল্লাহ ত্রিশালী পাঠদান পদ্ধতি ও কৌশল বিষয় নিয়ে প্রশিক্ষণার্থীদেরকে শ্রেণি কক্ষে পরিবর্তনশীল ও যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণার্থীবৃন্দ শাইখের আলোচনা শেষে আনন্দ ও তৃপ্তি প্রকাশ করেন। কারিকুলাম বিশেষজ্ঞ শাইখ মোফাজ্জল হুসাইন মাদানী ফলপ্রসু পাঠদানে শিক্ষকদের করণীয় বিষয়ে একটি ফলপ্রসূ আলোচনা পেশ করেন। একজন সু—প্রতিষ্ঠিত শিক্ষক ও দক্ষ দাঈ ইলাল্লাহ হিসেবে গড়ে উঠার ক্ষেত্রে শাইখের আলোচনা অত্যন্ত যুগোপযোগী ও প্রয়োজনীয় ছিল। অধ্যাপক ড. হেদায়াত উল্লাহ প্রশিক্ষণার্থীদের জীবনে সফলতায় করণীয় বিষয়ে অত্যন্ত মটিভেশনাল আলোচনা পেশ করেন। শাইখ মুস্তাফিজুর রহমান মাদানী আরবী ব্যাকরণ পাঠদান পদ্ধতি শীর্ষক আলোচনা পেশ করেন। আয়োজক ও ব্যবস্থাপকদের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থাপনা চমৎকার হওয়ায় আল্লাহর রহমতে দুই দিনব্যাপী চলমান প্রশিক্ষণটি ছিল অত্যন্ত প্রাণবন্ত। চট্টগ্রাম, কক্সবাজার, নোয়খালী—ফেনী, কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বান্দরবন জেলায় অবস্থিত আহলে হাদীস (সালাফী) মানহাজের শিক্ষা—প্রতিষ্ঠানের কার্যকরি কমিটির সভাপতি/সেক্রেটারি, প্রধান শিক্ষক ও প্রশিক্ষণার্থীদের নিয়ে প্রশিক্ষণ পরবর্তি সুধি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন দারুস সালাম সালাফিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ¦ আবুল হাশেম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ডের মাননী চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক, প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন বোর্ডের সম্মানিত রেজিস্ট্রার শাইখ ড. মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী, অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন কুমিল্লা জেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যক্ষ শফীকুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখ মোফাজ্জল হোসেন মাদানী, কারিকুলাম বিশেষজ্ঞ— বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব খলীলুর রহমান বাচ্চু। প্রশিক্ষণ ও সুধি সমাবেশ পরিচালনায় ছিলেন— বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা শাইখ আনোয়ারুল ইসলাম মাদানী। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীকে অংশগ্রহণমূল সনদপত্র, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এবং বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড এর মাধ্যমে সৌদি আরব থেকে প্রাপ্ত দুই খন্ডের কুরআনুল কারীমের তাফসীর ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রশিক্ষণ বাস্তবায়নে বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড এর অফিস থেকে শাইখ আনোয়ারুল ইসলাম মাদানী, জনাব আবদুল্লাহ বিন জাকির (জুবায়ের) ও আল আমিন বিন আকমাল প্রশিক্ষণস্থল দারুস সালাম সালাফিয়া মাদরাসায় সার্বিক কাজে অঞ্জাম প্রদান করেন। প্রশিক্ষণ বাস্তবায়নে বিশেষভাবে অবদান রেখেছেন শাইখ মোফাজ্জল হুসাইন মাদানী, আলহাজ আবুল হাশেম, জনাব জামাল হোসেন, জনাব খলীলুর রহমান বাচ্চু, জনাব নূর মুহাম্মদ তালুকদারসহ আরো অনেক ব্যক্তিবর্গ। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন। আমীন!!! প্রশিক্ষণ বাস্তবায়নে কুমিল্লা জেলা জমঈয়তে আহলে হাদীস এর সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দের অবদান স্মরণীয় হয়ে থাকবে, সাথে সাথে দারুস সালাম সালাফিয়া মাদ্রাসা লাকসাম — কুমিল্লা এর পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের অবদানও বিশষেভাবে উল্লেখযোগ্য। আল্লাহ্ সংশ্লিষ্ট সকলকে সফলতা দান করুক.!