ফলাফল পূণ:মূল্যায়ন সংক্রান্ত বিজ্ঞপ্তি
বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড-এর অধীনে অনুষ্ঠিত কুল্লিয়া,সানাবিয়া ও মুতাওয়াসসিতা পরীক্ষা-২০২৩ এ অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, (পরীক্ষার ফলাফল পূণঃমূল্যায়নে ইচ্ছুক শিক্ষার্থী) নিম্মোক্ত শর্তসাপেক্ষে উত্তরপত্র পূণঃমূল্যায়নের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড এর ওয়েব সাইট: http://www.talimiboard.org অথবা উক্ত লিংক http://www.talimiboard.org/exam-result-challenge? এর মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শর্ত সমূহঃ
১. ১৮ ই জানুয়ারী থেকে ২৩ ই জানুয়ারী -২০২৪ ইং তারিখ এর মধ্যে আবেদন করতে হবে।
২. উত্তরপত্র পূণঃমূল্যায়ন-এর ক্ষেত্রে প্রতি বিষয় এর জন্য ৩০০/- (তিনশত) টাকা ফি প্রদান করতে হবে।
৩. ওয়েবসাইটে আবেদন সাবমিট হওয়ার পর আবেদন ফরমটি প্রিন্ট করে প্রতিষ্ঠান প্রধানের সিলমোহরযুক্ত স্বাক্ষরসহ সুপারিশ ৩০ ই জানুয়ারী-২০২৪ ইং তারিখের মধ্যে নির্ধারিত ফি ও আবেদনপত্র বোর্ড অফিসে প্রেরণ করতে হবে।
৪. উল্লেখিত বিকাশ (পার্সোনাল) নম্বরে ফি প্রদান করতে হবে- (বিকাশ পার্সোনাল- ০১৯৮৮-৯৩৬৪৭৪)
৫. ফি প্রদানের পর প্রেরক নম্বর/ ট্রানজেকশন নম্বরটি প্রিন্টকৃত আবেদন ফরমের অপর পৃষ্ঠায় উল্লেখ করতে হবে।
উল্লেখ্য যে, আবেদন পত্র ও ফি নির্ধারিত সময়ের মধ্যে বোর্ড অফিসে না পৌঁছালে আবেদন বিবেচনা করা হবে না।
৬. উত্তরপত্র পূণঃমূল্যায়ন-এর পর প্রদত্ত ফলাফলই চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।
বি. দ্র: অনলাইন ব্যতীত হাতে লিখিত কোন আবেদন গ্রহণযোগ্য হবে না এবং নির্দিষ্ট তারিখের পর আবেদনের সুযোগ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।