বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ডের অধিনে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নাম, পিতা/মাতার নাম এবং জন্ম তারিখ সংশোধনের জন্য নিম্নোক্ত শর্তসাপেক্ষে আবেদন করতে বলা হলো।
শর্তসমূহ:
১. শিক্ষার্থীর রোল, রেজিস্ট্রেশন নম্বর ও পরীক্ষার সন পূরণ পূর্বক আবেদন ফরমে প্রবেশ করতে হবে ।
২. ফরমে উল্লেখিত সংশোধনী জায়গায় সঠিক তথ্য পূরণ করতে হবে ।
৩. নিম্নোল্লিখিত স্তর ভিত্তিক সংশোধনী ফি প্রদান করতে হবে ।
১. হিফয বিভাগ – ৪০০/- (চারশত) টাকা
২. মুতাওয়াসসিতা – ৫০০ /- (পাঁচশত) টাকা
৩. সানাবিয়া – ৬০০ /- (ছয়শত) টাকা
৪. কুল্লিয়া – ৬০০ /- (ছয়শত) টাকা
৪. সংশোধনী ফি প্রদানের পর প্রেরক নম্বর/ ট্রানজেকশন নম্বর প্রিন্টকৃত আবেদন ফরমের অপর পৃষ্ঠায় উল্লেখ করতে হবে।
৫. উল্লেখিত বিকাশ (পার্সোনাল) নম্বরে ফি প্রদান করতে হবে- (বিকাশ পার্সোনাল- ০১৯৮৮-৯৩৬৪৭৪)
৬. ওয়েবসাইটে আবেদন সাবমিট হওয়ার পর আবেদন ফরমটি প্রিন্ট করে সংশোধনী ফি সহকারে বোর্ড অফিসে প্রেরণ করতে হবে ।
৭. শিক্ষার্থীর জন্ম সনদ/জাতীয় পত্র এবং (পিতা/মাতার নাম সংশোধনের ক্ষেত্রে) পিতা/মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি আবেদন ফরমের সাথে সংযুক্ত করতে হবে ।