start
top

শিক্ষাবৃত্তি প্রদান ও ইফতার মাহফিল-২০২৫

বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ড-এর শিক্ষাবৃত্তি প্রদান ও ইফতার মাহফিল-২০২৫ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ!!
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস কতৃর্ক পরিচালিত বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড আয়োজিত ৫ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান ও ইফতার মাহফিল-২০২৫ জোনাকি কনভেনশন হল, বাংলাদেশ-এ গত ১৫ মার্চ ২০২৫ শনিবার বিকাল ৪.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি বোর্ডের রেজিস্ট্রার শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী এর স্বাগত ভাষণে শুরু হয়। অনুষ্ঠানটিতে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক হাফিযাহুল্লাহ এর সভাপতিত্বে করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস, চেয়ারম্যান, পদ্মা গ্রুপ জনাব আলহাজ্জ আলতাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি. এন. এন্টারপ্রাইজ কোম্পানী ঢাকা এর চেয়ারম্যান জনাব নূর মোহাম্মদ তালুকদার,
প্রিন্সিপাল, মাদরাসাতুন নূর মেজর (অব.) এস এম সাইদুর রহমান, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর জনাব জামাল হোসেন,

এছাড়াও আরোও উপস্থিত ছিলেন বোর্ডের ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ রঈসুদ্দীন, পরীক্ষা নিয়ন্ত্রক ড. আহমাদুল্লাহ ত্রিশালী ও জমঈয়তে আহলে হাদীসের সম্মানিত নেতৃবৃন্দগণ।
বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও অতি আগ্রহের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মাননীয় প্রধান অতিথির মাধ্যমে বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড এর ২০২৪ইং শিক্ষাবর্ষের ৫ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বৃত্তি’র পুরস্কার ও নগদ অর্থ তুলে দেয়ার মাধ্যমে বৃত্তি কার্যক্রম উদ্বোধন করেন।

উল্লেখ্য যে, বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ডের পক্ষ থেকে ২০২৪ইং শিক্ষাবর্ষেই ৫ম ও ৮ম শ্রেণির প্রথম বৃত্তি চালু হয় এবং প্রায় নগদ চার লক্ষাধিক টাকা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন বোর্ডের আইসিটি বিষয়ক দায়িত্বশীল জনাব আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা শাইখ আনোয়ারুল ইসলাম মাদানী।