start
top

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচী

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচী বাস্তবায়নে এগিয়ে আসুন

 

মুহতারাম,

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!

আমরা সকলে অবগত রয়েছি যে, দক্ষিণ-পূর্বাঞ্চলের ১৬টি জেলার প্রায় সকল উপজেলা ভীষণভাবে প্লাবিত হয়েছে। অতি স্রোতের  কারণে কোথাও মানুষ তাদের সর্বস্ব হারিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। প্রবল স্রোতে মা তার সন্তানকে হারিয়ে দিশেহারা। মানুষ অনাহারে জীবন যাপন করছে। আবার নতুন করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ফারাক্কা বাধ খুলে দেয়ায় রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, জামালপুর, কুড়িগ্রাম গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জসহ  অন্যান্য জেলার প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

মানবিক বিপর্যয়ের এই মূহুর্তে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস দেশের বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচী হাতে নিয়েছে এবং ইতোমধ্যে ফেনী, কুমিল্লা ও লক্ষীপুরসহ বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করা হয়েছে। বন্যার কারণে মানুষের জনজীবন যেহেতু বিপন্ন তাই বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস তিন দফা কর্মসূচী হাতে নিয়েছে- ক. প্রথমে শুকনো খাবার, খ. ভারী খাবার গ. বন্যা পরবর্তী পূণর্বাসন কার্যক্রম।

 

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের ত্রাণ কার্যক্রমকে বাস্তবায়ন ও বিপন্ন মানবতার পাশে দাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড-এর অধীনে অনেক প্রতিষ্ঠানই ইতোমধ্যে তাদের শিক্ষকবৃন্দ ও কর্মচারীদের ১ দিনের বেতন জমঈয়তে আহলে হাদীসের ত্রাণ তহবিলে জমা করেছেন।

 

অতএব, বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ডে’র অধীনে অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্যবৃন্দের অনুরোধ করা হচ্ছে যে, প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকবৃন্দ, কর্মচারী এবং শিক্ষার্থীদের এ বিষয়ে উদ্বুদ্ধ করে তাদের পক্ষ থেকেও ত্রাণের সহযোগিতা সংগ্রহ করে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের ত্রাণ তহবিল তথা নিম্ন  বর্ণিত বিকাশ (মার্চেন্ট) ও ব্যাংক একাউন্ট নম্বরে পাঠানোর জন্য আহ্বান জানানো হচ্ছে।   

 

সহযোগিতা প্রেরণের নম্বর ও ব্যাংক একাউন্ট নম্বর :

বিকাশ (মার্চেন্ট) : ০১৭৭৭০৪৩৩০৯।

ব্যাংক একাউন্ট নম্বর : বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস

ইসলামী ব্যাংক, নবাবপুর শাখা, সঞ্চয়ী হিসাব নং-২০৫০১১৮০২০০২৮৫৬০০

 

ধন্যবাদান্তে

অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক

চেয়ারম্যান

বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড

ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী

রেজিস্ট্রার

বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড