start
top

নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস কর্তৃক পরিচালিত বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড- এর পরীক্ষা বাস্তবায়ন ও পাঠ্য-পুস্তক বিক্রয়ে সহযোগিতার জন্য নিম্নোক্ত পদে (খন্ডকালীন) আবেদন আহ্বান করা হচ্ছে।  

ক্র. নং

পদের নাম

পদের সংখ্যা

শিক্ষাগত যোগ্যতা

কার্যকাল

বেতন

০১

বোর্ড প্রতিনিধি   

০৯

দাওরায়ে হাদীস

১৩ নভেম্বর-০৩ ডিসেম্বর-২৩

মোট- ২১ দিন

আলোচনা স্বাপেক্ষে

০২

অফিস সহায়ক

০২

দাখিল/আলিম

অথবা সমমান

 

০১ডিসেম্বর-২৮ফেব্রুয়ারী-২৪

মোট- ৩ মাস

 

আগ্রহী প্রার্থীর নিকট হতে বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড-এর চেয়ারম্যান বরাবর- শিক্ষাগত যোগ্যতার সকল সনদের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি, নিজ এলাকার চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও বায়োডাটাসহ দরখাস্ত আহ্বান করা হলো।

প্রার্থীকে আগামী ১০ অক্টোবর-২০২৩ এর মধ্যে নিম্ন ঠিকানায় বা ই-মেইলে আবেদন করতে বলা হলো।

দরখাস্ত প্রেরণের ঠিকানা :

চেয়ারম্যান- বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড

কেন্দ্রীয় কার্যালয় : জমঈয়ত ভবন, ৭৯/ক/৩, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।

০২-২২৩৩৪৫৩৯৯, ০১৯৩৩-৩৫৫৯০৯। bahtb.dhaka@gmail.com

 (ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী)

             রেজিস্ট্রার

  বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড